August 28, 2022

মাইলস্টোন


সময় হয়েছে, রাস্তায় রাখো পা

@কমলিকা 

ঘর থেকে বাইরে আসুক ওই

কাপড়-ভাঁজে ঢাকা প্রতিবিম্ব।

 

মাইলস্টোনে রাখতে হবে না চোখ,

ভাবতে হবে না সেই শেষ অ্যাড্রেস;

এখন তোমায় পথের হদিস দিক

সব ফেলে যাওয়া ভালোবাসা চিহ্ন।

 

চোখে ধরো প্রেম, বুকে মৃদু ভয়;

শহরের বুকের মাঝে শুধু এভাবে

হারানো হৃদয় খুঁজে পাওয়া যায়।


০৮.০৯.২০২১ আগরতলা থেকে প্রকাশিত ওয়েবজিন 'দৈনিক বজ্রকন্ঠে' রয়েছে এই কবিতাটি 

রূপকথারা

এই ভালোবাসার শহুরে গলিপথে 
@কমলিকা 

কিছু চেনা রূপকথা রয়েছে মিশে,

গেয়েছে রাতের ঘুমপাড়ানিয়া গান।

 

মাঝে মাঝে সেই চেনা সুর বাজলে

সত্যি মনে করে চোখে ছোঁয়াই হাত,

অপেক্ষা রাখি ঘুম ভাঙানো মন্ত্রের।

হৃদয় আসলে ফিকশন ভালোবাসে,

এই কঠিন সত্য বুঝে ফেলার পর

আমি সব কিছুই বিশ্বাস করতে চাই,

রূপকথার রাজপুত্র ও মায়াবী জিন।

 

এসো প্রেম, আজ গল্পপাঠের আলোয়

বেডরুমে সাজাই এক আরব্য রজনী।

২৬.০৮.২১ -য়ে
দৈনিক বজ্রকন্ঠওয়েবজিনে প্রকাশিত (আগরতলাত্রিপুরা)

প্রেমে-অপ্রেমে

১)

আমাদের ব্ল্যাক-ফরেস্ট ভালোবাসারা

পাইপিং ব্যাগে ভরে মিষ্টি সম্পর্ক,

নরম লাল চেরি দিতে ভোলে না

@কমলিকা 

কিছু পরিচিত শব্দছকের ফাঁকে।

 

বর্ষেরা আসে, বর্ষেরা যায় চলে,

শুধু এক কেক মাখা ফটো হাতে

ফিরে আসে সেই রেড লেটার ডে।

 

মিষ্টি দুটো ঠোঁটে বসাব তীক্ষ্ণ ছুরি,

প্রেম তুমি এখন হাততালি থামিও না।

 

২)

আমাদের ক্যাপুচিনো ভালোবাসারা

ধোঁয়া ওঠা প্যালেটে বানায় ডুডল,

সামনের সিটে বসা চেনা মুখগুলো

রিস্ট-ওয়াচ হাতে পালটে দেখে মেনু।

 

কফি আর্টে সাজানো নরম পালক

আসলে গ্যালাক্সির প্রতিটি স্বপ্নের

না-বলা খসে পড়া এক রাততারা।

 

মনের কথা হ্যান্ডওভার করব,

আরও দুকাপ কফি বলো প্রেম।

 

৩)

আমাদের মনসুন ভালোবাসারা

ব্যালকনিতে ছাতা রাখে মেলে,

জল ভরে থাকা পিচ রাস্তায়

হেঁটে যায় কিছু চেনা গামবুট।

 

শহরে বৃষ্টি এলে ফিরে আসে

তোমার শরীর ছুঁয়ে লিখে রাখা

এক লাল আমব্ৰেলা স্টেটাস।

 

বর্ষায় ভিজব আজ সারারাত

রুফটপে একবার চলো প্রেম।

 


দৈনিক বজ্রকন্ঠওয়েবজিনে প্রকাশিত (আগরতলাত্রিপুরা)

১)০৮.০৮.২০২১২)২০.০৮.২০২১, ৩) ২২.০৯.২০২১ 

More to see...