December 08, 2021

ভালোবাসায় ডুবছে শহর

 

‘যতই আগুন জ্বলুক বুকে
আগুনই একা পুড়বে
হাসতে হাসতে কালো মেঘেরা    
বৃষ্টি হয়েই ঝরবে।’
 
বৃষ্টি বিন্দুরা জড়ো করে আনে ভালোবাসা, ঝরে পড়ে টুপটাপ শব্দে শহরের বুকে। এই প্রেম প্রকৃতির ককটেল উপভোগ করতে করতে- ভালোবাসায় ডুবছে শহর।   
 
‘ভালোবাসায় ডুবছে শহর’ মেঘমালা দে মহন্তের প্রথম কাব্য গ্রন্থ। যদিও মেঘমালা দে মহন্তর সাথে পাঠকের পরিচিতি একজন সফল গল্পকার হিসেবে। এবারে তিনি গল্প এঁকেছেন শব্দের ইঙ্গিতে নতুন আঙ্গিকে।
 
এই এক ফর্মার কাব্যগ্রন্থে রয়েছে ছাপান্নটি কবিতা। তবে এ কবিতাগুচ্ছ শুধু প্রেমের কবিতা নয়, অ-প্রেমের কবিতাও রয়েছে এই পনেরো পাতার মধ্যে।
 
তাই কখনো কবি লাজুক প্রেমিকা,  
 
‘হিসেব ভিজুক বেহিসেবি
পুড়ুক অঙ্ক দারুন জ্বরে
ছোট্ট একটা বৃষ্টি নামুক
নয়-জীবন জ্যামিতি ঘরে।’
 
    কখনো আবার রাত জাগা বিরহিণী,
 
‘ভাঁজ করা রাত-শাড়ি
পাট ভাঙে প্রহরে প্রহরে,
আর কত রানি হারায়
অতন্দ্র রাজপাট।’
 
    কবি মেঘমালার অস্তিত্বে কখনো ঢুকে পড়েছে গল্পকার মেঘমালার হাতছানি। কবি পাঠকের দু’চোখে বুনে দিয়ে যায় সাজানো দৃশ্যপট।
 
‘শীতের শব পড়ছে ঢাকা বসন্ত চাদরে
চাষী তুই আগলে রাখিস সোনালী উগার।’
 
‘অসহ্য সব জাগিয়ে রাখার আয়োজনে
বহুদিনের অতন্দ্র রাতটা কেঁদে ওঠে-
‘নাকছাবিটা হারিয়ে গেছে হলুদ সর্ষে বনে’ ’
 
কবি তাঁর চারপাশের দেখা প্রকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র রোজনামচার খেলাগুলোকে তার কাব্যলিপিতে তুলে ধরেছেন। তাই বারে বারে কবিতায় ভেসে এসেছে কখনো কাল মেঘ, কখনো তারা ভরা  আকাশ। আর, তার মাঝে মাথা তুলে দাঁড়িয়ে এক বৃক্ষ জীবন।
 
‘ধূলো-পা-জীবন সবুজে ঘুমাক
এপিটাফে এইটুকুই থাক।’
 
    এই কাব্যগ্রন্থের ছাপান্ন কবিতার কোন নাম নেই, নেই কোন ভাগ। সেই কারণেই কখনো একটা অগোছালো ছাপ পরিলক্ষিত হয়। রিফিউজি বা দেশপ্রেমের উল্লেখ যেন হঠাৎ করে এসে দাঁড়ায় স্বপনমেদুর কাব্যে। এক কবিতা থেকে আরেক কবিতায় হেঁটে যাওয়ার পথে তাই পাঠককে মাঝে মাঝে থমকে দাঁড়াতে হয়। কবির পরবর্তী কাব্যগ্রন্থে তিনি নিশ্চয়ই এই পথ আরও মসৃণ করে দিবেন, আশা রাখি। প্রচ্ছদে লাল রঙের বেলুনটি ও হলুদ তীর  একটু চোখে লাগে, বিশেষত যখন বইটি টীন-এজ লাভ নিয়ে একেবারেই নয়।
 
    ‘ভালোবাসায় ডুবছে শহর’ – এক একান্ত দিন যাপনের কথা। কবি এখানে তার ভাবনাগুলো সাজিয়ে রেখেছেন পররম মমতায়। কিছু আবেগ, কিছু সুক্ষ মুহূর্ত যা রোজের জীবনে হয়তো হারিয়ে যায়, তাকেই তুলে এনেছেন এই দু’মলাটের মধ্যে। পাঠকের এই লেখার মধ্যে খুঁজে পাবেন মনের এলোমেলো চিন্তা কণাগুলো, আর এই কবিতাগুলো হয়ে ওঠে যেন আমাদেরই মনের কথা।
 
‘সারি সারি কিছু ঘুমন্ত মানুষ
কেউ জানেনি লোহার ব্যথা।
 
জেগে আছি আমি আর আমার দুরন্ত ট্রেন।’
 
    এই দুরন্ত ট্রেন পাঠক নিজের অজান্তেই উঠে পড়ে কামরায়, হারিয়ে যায় উইন্ডো সীটের ওই সবুজ মেঠো পথে কবির হতে হাত রেখে। ঠিক সেই সময় ভালোবাসা ঝরে পড়ে আকাশ থেকে। এখন শুধু শহরের সাথে পাঠকের ভালোবাসায় ডুবে যাওয়ার পালা।
 
 
বই              : ভালোবাসায় ডুবছে শহর
লেখিকা      : মেঘমালা দে মহন্ত
প্রকাশকাল : ২০২০   
প্রকাশক     : যাপনকথা প্রকাশনী 
প্রচ্ছদ         : রাজদীপ পুরী

More to see...