গুয়াহাটি, অসম থেকে 'মাজুলি' তৃতীয় বর্ষে প্রকাশিত ,২০২১।
April 16, 2022
চন্দ্রাবলী
@কমলিকা |
তোমায় দেবো বলে যে প্রেম
তুলে রেখেছি কাঠের দেরাজে,
তার চাবি পেয়েছে খুঁজে
ফাল্গুনী পূর্ণিমার গাঢ় আকাশ।
শহরের ঘড়িতে রাত বাড়লে
জোছনা খোলে মন কপাট-
শুভ্র শরীরে মাখে সোহাগ আবীর,
ছাদে এসে যদি চাঁদ দেখো
জানবে সে সেজেছে আজ
আমার লজ্জার লাল ফুলে,
চোখে যতই ক্লান্তি আসুক নেমে
জেগে থাকো অতন্দ্রপ্রহরী...
তুলে রেখেছি কাঠের দেরাজে,
তার চাবি পেয়েছে খুঁজে
ফাল্গুনী পূর্ণিমার গাঢ় আকাশ।
শহরের ঘড়িতে রাত বাড়লে
জোছনা খোলে মন কপাট-
শুভ্র শরীরে মাখে সোহাগ আবীর,
ছাদে এসে যদি চাঁদ দেখো
জানবে সে সেজেছে আজ
আমার লজ্জার লাল ফুলে,
চোখে যতই ক্লান্তি আসুক নেমে
জেগে থাকো অতন্দ্রপ্রহরী...
আমি চাই না
চাঁদ ঘুমোতে দেখুক তোমায়,
আমি চাই না
চাঁদ তোমার প্রেমে পড়ে যাক।
গুয়াহাটি, অসম থেকে 'মাজুলি' তৃতীয় বর্ষে প্রকাশিত ,২০২১।
Subscribe to:
Posts (Atom)
More to see...
-
‘পঞ্ছি নদীয়া পবনকে ঝোঁকে, কোই সরহদ না ইনহে রোকে’ না, না, এ কোনো বাঙ্গালী কবির লাইন নয় আমি জানি , জাভেদ আখতারের শব্দ ও সোনু নিগমে...
-
আজ আলোর পুজো আমার নরম গালে হলুদ দুধের রূপটান আয়না ঘেঁষা ফাউন্ডেশনে আরেক পোঁচ প্রস্তুতি অথচ... আজ আলোর পুজো অথচ... আজ কালোর পুজো।
-
যে কবিতা লিখবো বলে কলম ধরেছি @কমলিকা জানি লেখা হয়ে গেছে বহুবছর আগে। সেখানে দাঁড়িয়ে এক মধ্যবয়সী যুবক , হাতে তাঁর রক্তস্নাত কাঁটাতার গু...
-
‘ রাত গভীর হলে বাড়ি ফেরা হয় না আর চন্দ্রসুধায় আকণ্ঠ ভিজিয়ে শুয়ে থাকি অচেনা নদীটির তীরে...’ এমন করেই এক এক রাতে আমাদের কাছের মানু...