April 16, 2022

রূপকথা নয়


গুয়াহাটি, অসম থেকে 'মাজুলি' তৃতীয় বর্ষে প্রকাশিত ,২০২১। 


চন্দ্রাবলী

 

@কমলিকা 
তোমায় দেবো বলে যে প্রেম
তুলে রেখেছি কাঠের দেরাজে,
তার চাবি পেয়েছে খুঁজে
ফাল্গুনী পূর্ণিমার গাঢ় আকাশ।
শহরের ঘড়িতে রাত বাড়লে
জোছনা খোলে মন কপাট-
শুভ্র শরীরে মাখে সোহাগ আবীর,
ছাদে এসে যদি চাঁদ দেখো
জানবে সে সেজেছে আজ
আমার লজ্জার লাল ফুলে,
চোখে যতই ক্লান্তি আসুক নেমে
জেগে থাকো অতন্দ্রপ্রহরী...

আমি চাই না
চাঁদ ঘুমোতে দেখুক তোমায়,
আমি চাই না
চাঁদ তোমার প্রেমে পড়ে যাক।


গুয়াহাটি, অসম থেকে 'মাজুলি' তৃতীয় বর্ষে প্রকাশিত ,২০২১। 

More to see...