১)
আমাদের
ব্ল্যাক-ফরেস্ট ভালোবাসারা
পাইপিং ব্যাগে
ভরে মিষ্টি সম্পর্ক,
নরম লাল চেরি দিতে ভোলে না
|
@কমলিকা |
কিছু পরিচিত
শব্দছকের ফাঁকে।
বর্ষেরা আসে, বর্ষেরা যায় চলে,
শুধু এক কেক
মাখা ফটো হাতে
ফিরে আসে সেই
রেড লেটার ডে।
মিষ্টি দুটো ঠোঁটে
বসাব তীক্ষ্ণ ছুরি,
প্রেম তুমি এখন
হাততালি থামিও না।
২)
আমাদের
ক্যাপুচিনো ভালোবাসারা
ধোঁয়া ওঠা
প্যালেটে বানায় ডুডল,
সামনের সিটে বসা
চেনা মুখগুলো
রিস্ট-ওয়াচ হাতে
পালটে দেখে মেনু।
কফি আর্টে
সাজানো নরম পালক
আসলে
গ্যালাক্সির প্রতিটি স্বপ্নের
না-বলা খসে পড়া এক রাততারা।
মনের কথা
হ্যান্ডওভার করব,
আরও দুকাপ কফি
বলো প্রেম।
৩)
আমাদের মনসুন
ভালোবাসারা
ব্যালকনিতে ছাতা
রাখে মেলে,
জল ভরে থাকা পিচ
রাস্তায়
হেঁটে যায় কিছু
চেনা গামবুট।
শহরে বৃষ্টি এলে
ফিরে আসে
তোমার শরীর
ছুঁয়ে লিখে রাখা
এক লাল আমব্ৰেলা
স্টেটাস।
বর্ষায় ভিজব আজ
সারারাত
রুফটপে একবার
চলো প্রেম।
দৈনিক বজ্রকন্ঠ' ওয়েবজিনে প্রকাশিত (আগরতলা, ত্রিপুরা)
১)০৮.০৮.২০২১, ২)২০.০৮.২০২১, ৩) ২২.০৯.২০২১