@কমলিকা |
আমাদের
ড্রিমক্যাচার ভালোবাসারা
নতুন টোটেম
খুঁজে শহুরে বারান্দায়,
রেশমি সুতার
গিঁট গুণে বানায়
প্রেম আটকের এক
আশ্চর্য ওয়েব।
সাদা কালো পাখা
ও রঙিন বিডস
হাওয়ার দোলায়
উড়ে যেতে চায়
উইন্ডোফ্রেমে
দেখা সবুজ বাগানে।
স্বপ্নের মানে
খুঁজতে নেই গুগলে, শুধু
দেখে যেতে হয়, জেগে ওঠার আগে।
২)
আমাদের এক্স
ওয়াই ভালোবাসারা
অংক ভুলের ভয়ে
লাস্ট বেঞ্চে বসে,
গাইডবুক এর
উত্তর আগেই দেখে
সাজায়
সাপ-সিঁড়ির সকল সংকেত।
অ্যালজেবরা
খাতায় যাবতীয় সূত্রেরা
শহরের ইলেকট্রিক
পোলে চায় ছুঁতে,
আরেক অর্ধেক
অংকের পাখি মন।
লাভ ব্যালাডের
ছেঁড়া উৎসর্গ পাতা শুধু
উত্তর না মেলার
খুশিতে লেখে নতুন গান।
১৪.০২.২০২২ -এ দৈনিক বজ্রকন্ঠ' ওয়েবজিনে
প্রকাশিত (আগরতলা, ত্রিপুরা)।