May 23, 2020

বিষাদসুন্দরী

@কমলিকা 


তোমার ফুলসজ্জার পাশে
আমার দু'ফোঁটা কান্না
একসাথে পুড়েছিল চিতাভষ্মে
চোখের কোল হলো মরুশহর
ঠোঁটে সেলোটেপ হাসি
আমি ছুটে চললাম
দিন থেকে রাত
রাত থেকে আরেকখানা দিন।

তোমার অভাব পূরণের চাহিদা
জন্ম দিল আরেক আমি-
তুমিময় আমি।
সেই আমির আলোয় ম্লান
আমার যাবতীয় অলঙ্কার
দুচোখ ভরা রণনীতি
সমাজ যুদ্ধের বীরাঙ্গনা।

এটা চিত্রাঙ্গদার গল্প
তোমার আত্মজা চিত্রাঙ্গদা।
সে শিখেছে ১০টা-৫টার জ্যাম রাস্তা
মনহরণে নেই তার কাজ।
সমাজ মীনকেতুকে তার
বড় ভয়,যদি ওঠে ঝড়
তবে যে তার ঠিকানা
হারানো প্রাপ্তির বন্দী অ্যালবামে।

শিলচর, অসম থেকে প্রকাশিত উত্তীয় সাহিত্য পত্রিকার দ্বিতীয় পর্যায়, চতুর্থ  সংখ্যা,২০১৫ সালে প্রকাশিত 

No comments:

Post a Comment

More to see...