May 25, 2020

জীয়নকাঠি মরনকাঠি

@কমলিকা 
এমন এক নিস্তব্ধ রাতে
সুদুর একাকী বেজে ওঠে
কোনো নিরবিছিন্ন এস্রাজ
কুয়াশা ঘনিভূত তরঙ্গ
ঝিরঝিরে বৃষ্টি ভেবে হয় ভুল
তোমার শয্যাসঙ্গীনি তখন
বক্ষবন্ধনীর বন্ধনমুক্ত করে
তুলতুলে নরম কম্বল মাঝে
চাওয়া পাওয়া ভুলে স্বপ্নমগ্ন
ঠিক সেই মহেন্দ্রক্ষণে
ছুঁয়ে যেও আমার এই কবিতা ।

জেনে রাখো –
যদি সঠিক ভাবে
ছোঁয়ানো যায় জীয়নকাঠি
কবিতাও কখনো কখনো
কবি হয়ে ওঠে।




করিমগঞ্জ, আসামের ‘লালন মঞ্চ’ পত্রিকায়, চতুর্দশ বর্ষ, ১ম সংখ্যা,২০১৬-য় প্রকাশিত।

No comments:

Post a Comment

More to see...