কালী মন্দিরের ঠিক উল্টোদিকে
সেই ভাঙ্গা নড়বড়ে দোকানে
যত কাপ চা খাও না কেন
আমি আর আজ আসব না ।
হয়তো ভুলে গেছ তুমি
রাস্তা হয়েছে আলাদা
অবহেলায় তাকিয়ে আছ যদি
দেখা দিই
তবু... আমি আর আজ আসব না।
সাদা সালওয়ার ওই রাস্তার
কোণে
মিষ্টি হাসির ছটা
নূপুর পায়ের রিনিঝিনি সুর
অন্য কেউ... আমি আর আজ আসব
না।
চোখের জল ফেল না তুমি
মন খারাপের সঙ্গী আমি নই
স্মৃতির একচিলতে হাসি
ঠোঁটে
সত্যি
বলছি... আমি আর আজ আসব না।
এটি আমার প্রথম প্রকাশিত
কবিতা। শিলচর, অসম থেকে প্রকাশিত উত্তীয় সাহিত্য পত্রিকার দ্বিতীয়
পর্যায়,দ্বিতীয় সংখ্যা,২০১৩ তে
প্রকাশিত
No comments:
Post a Comment