May 24, 2020

একটি কবিতার জন্য

@কমলিকা 

কী লেখো কবি প্রতি রাতে
আঁধারমালা ছিঁড়ে?
রাতজাগা যে বারণ বড়
ওতে চোখের কোণে কালি
শরীর আনচান, কী দরকার?
কী লিখছ আজ কবি
মৃত্যুর উৎসব বুঝি?
লেখার মাঝে ধীরে ধীরে
ঘন্টাঘড়ির কাঁটা ছুঁয়ে
একদিন ঠিক ধরে ফেলবে তাকে
হয়তো নির্ধারিত সময়ের
কয়েকটা বছর আগেই।




অথচ,
তুমি জানবে না কোনদিন
তোমার জীবনের হিসেব থেকে
খুবলে নেওয়া বছরগুলো
ও একটি রাতের কবিতা
একটা ছেলেকে কিছুতেই
এক অজানা ভবিতব্য রাতে
ব্লেড ঠেকাতে দিলো না
আশার ধমনীবেগে।

প্রকাশিত হয় অন্তঃকরণ পত্রিকায়, আগরতলা বইমেলা, ৪র্থ সংখ্যা,  ফেব্রুয়ারী-২০১৬(আগরতলা,ত্রিপুরা) 

No comments:

Post a Comment

More to see...