@কমলিকা |
এমন এক হেমন্তরাতে
শিশির বীর্যধারণে
গাছের গর্ভবতী হয়
তারপর নাড়ি ছেঁড়ার
এক অফুরান প্রতীক্ষা
শেকড় মধু নির্যাসে
নিশ্চিত বেড়ে ওঠার আশ্রয়
অবশেষে এক ভবিতব্য সকালে
পালক পিতার হাত ধরে
পৌঁছে যাওয়া গন্তব্য জগৎ
মূল্য যাচাইয়ের হাতছানি।
গাছেরা গর্ভবতী হলে
রাজরাজরার ঘরে তৈরি হয়
আরেক থালা বাড়তি খাবার
ছুঁড়ে ফেলার জন্য।
প্রকাশিত হয় প্রারম্ভিক সাহিত্য পত্রিকা,
পঞ্চম সংখ্যা, ২০১৬-য় (লামডিং, অসম)
No comments:
Post a Comment