@কমলিকা |
এদেশ-ওদেশের মাঝে
আরেক কাঁটাতারের দেশে
ঝুলে থাকতে থাকতে
নথিপত্ররাও কেমন যেন
ফ্যাকাশে দেখায় আজকাল,
রাতজাগা বরষায়
হতে চায় কাগজের নাও,
দাগকাটা চৌখুপি পেরিয়ে
বলতে চায় উল্লাসে-
কুমীর তোমার জলে পা দিলেম।
কাঁটাতারের নামবিহীন দেশে
ঝুলে থাকতে থাকতে
নথিপত্রেরা আজকাল
মাঝেমাঝেই ভুল করে
নিজেকে যিশুখ্রীষ্ট ভাবে।
প্রকাশিত হয় মে’খানা শুধু কবিতার পত্রিকায়,
তৃতীয় প্রকাশ, মার্চ, ২০১৭ (গুয়াহাটি, অসম)
No comments:
Post a Comment