June 13, 2020

জন্মের কিছুটা আগে

@কমলিকা 
ফ্লাটবাড়ির পাশ ঘেঁষা

একফালি নরম সবুজে

চলছে কল্পনার নির্মাণ

উদোম মা ঠাকুর

ও তাঁর ছানাপোনা

এসময় বড় অদ্ভুত

চুল নেই,চাল নেই

ভস্ম করা ত্রিনয়ন নেই

সাজানো এক প্রাক-মুহূর্ত

মানব শরীর ধারণের।

 

সেদিনের সোনোগ্রাফি ছবি

মনে পড়ে যায় দোলার

আর পড়ে মনে -

জ্বলজ্বল বিসর্জনের সাক্ষর সম্মতি।



কাহিলিপাড়া দুর্গা মন্ডপ কমিটি পরিচালিত শারদ স্মারকগ্রন্থ ‘বাতিঘর’ হীরক জয়ন্তী (২০১৭) সংখ্যায় প্রকাশিত(গুয়াহাটি, অসম)

No comments:

Post a Comment

More to see...