May 16, 2021

ছায়া শরীর

@ কমলিকা 

 ১)

ঘুম হারা রাতে যে ছায়াশরীর
জড়ো করেছে জোছনা ফুল,
নরম আলোয় জ্বলতে দেখেছি
ঘাড়ের পাশে এক মিশকালো তিল।
অথচ এ রাত শুধু আমার ছিল,
ছিল ওই তিল আঁকা মায়াবী শরীর,
ছিল মুঠোয় ভরা ফুল পরশ।
এত আলো দূরে ফেলে রেখে আজ
বলতে পারো কেন দাঁড়িয়ে আছি
ওয়ালর‍্যাকে রাখা বাহারি মুহূর্ত হয়ে?


২)

যেই আল্ট্রা মেরুন হাই হিল
অবহেলায় পার করেছে পথ,
জানবে সে তোমার ছায়াশরীর।
এইভাবেই কতো অজানা বসন্তে
ঢেলে দিয়েছো শরীর মাখা আগুন,
ফরেস্ট ছুঁয়ে ক্রিমসন তুলিটান
 
পথিক,তুমি যে আগুনের রঙ চেনো,
সে তার প্রকৃত গঠন জেনে ফেলেছে।
হাতে গোনা বাসন্তী পলাশের পর
দেখবে, সে একদিন তুমি হয়ে যাবে,
তাকিয়ে দেখবে তোমার-ই দুচোখে
অন্য এক সদ্যকিশোরী ছায়াশরীর।



প্রকাশিত ত্রিপুরা, আগরতলার ওয়েবজিন 'দৈনিক বজ্রকন্ঠে' 
১) ১১/০২/২০২০      ২)১২/০৮/২০২০  

No comments:

Post a Comment

More to see...