@কমলিকা |
এখন একা থাকার এক বিবর্ণ সময়
শত্রুর
ঘায়ে দরজায় পড়েছে ডাবল লক,
মানুষ
একলাই ছিল এই জীবনে চিরকাল,
সবাই
জানে,তুমিও জানো সঠিক।
একদিন
সূর্য উঠলে দেখো চেয়ে
ড্যান্ডেলিওন
ফুলে সেজে আছে শহর,
প্রতিটি
বন্ধ দরজার ধুলো মাখা ফাঁকে-
আমাদের
মনের যা কিছু ভালো
হয়ে
উঠবে এক একটি সফেদ রেনু।
অপেক্ষায়
থেকো সে সময়ের,
গাছে
জল দিও দুবেলা,যত্ন মেখে
বসন্ত
ঋতুচক্রের শেষে ফিরে আসে,
সবাই
জানে,তুমিও জানো সঠিক।
দৈনিক বজ্রকন্ঠে প্রকাশিত ১৭.০৫.২০২০ (আগরতলা, ত্রিপুরা)
No comments:
Post a Comment