‘রাত গভীর হলে
বাড়ি
ফেরা হয় না আর
চন্দ্রসুধায়
আকণ্ঠ ভিজিয়ে
শুয়ে
থাকি অচেনা নদীটির তীরে...’
এমন করেই এক এক রাতে আমাদের কাছের মানুষেরা নদী
তীরে মিশে যায়, যেমন সময়ের কিছুটা আগেই চলে গেছেন কবি দেবলীনা সেনগুপ্তের বান্ধবী
রিমি ধর। কিন্তু, যাওয়ার আগে জেনে গেছেন,ছুঁয়ে গেছেন একটি কবিতার বই- ‘প্রেম
তুমি’। যেই বইয়ের সব কবিতা, সব প্রেম দেবলীনা দিয়েছেন তার বান্ধবীর হাতে।
আর তাই, দেবলীনা সেনগুপ্তের তৃতীয় কাব্যগ্রন্থ
‘প্রেম তুমি’ শুধু নর-নারীর চিরাচরিত প্রেমে থমকে নেই। এই প্রেম সংসার, বন্ধুত্ব,
সহবাসের প্রেম। জীবনের
হারিয়ে যাওয়া চেনা কাছের মানুষের জন্য হাহাকার। তাই কবি বলেন-
‘মানুষ
তো চলেই যায়
এক ঘরে
থেকে অন্য ঘরে।
বারান্দায়
পড়ে থাকে প্রগাঢ় প্রচ্ছায়া ।’
আমাদের জীবনে প্রেমের নানা সংজ্ঞা, নানা রঙ, নানা
বর্ণ। তাই, কখনও প্রেম ফুটে ওঠে প্রকৃতির লুকোচুরিতে –
‘তোমার
অবয়ব জুড়ে
নিদাঘ
বৈশাখ
শ্রাবনের
সংকেতে
হতেই
পারতো বানভাসি
অথচ,
বৃষ্টি এলো না।’
‘অপার
বৃষ্টিতে ভিজে
একা
হয়ে যাই
একা হই
আর তোমায় খুঁজি...’
কখনও প্রেম সাজায় আমাদের ঘরের চার দেওয়াল তার ছোট
ছোট ভালোবাসার উষ্ণতায়-
‘গোধূলির
কালে
বনতুলসীর
ঝাড়ে মিশে যায় কত
পতঙ্গ-ইতিকথা,
দিশাহীন ভুলে।’
‘তবু,
দু-ঘর সোজার পরেই তিন ঘর উল্টো
তিন পা
এগোলেই দু-পা পিছিয়ে আসা
এভাবেই
বুনে চলি স্বপ্নের কুরুশ কাঁটার
সোয়েটার,
জীবন অথবা সংসার।’
এই দু-মলাটে বাঁধা প্রেমের সকল রঙের মধ্যে
স্বদেশের প্রতি ভালোবাসা ও ফুটে উঠেছে কবি স্বরে-
‘তবুও
আঙ্গুল ফেরায় সুদর্শন লিপি
স্মৃতি
জড়িত আঙিনায়
এখন সব
দিন কাটে, কাটে রাত
লিগ্যাসি
খোঁজার বাহানায়।’
‘আমারও
তো দেশ ছিল
ছিল
ভূমি-স্বর।
রোদঝরা
বাতায়নে
নিম-সজিনার
সুখবর...’
কবি দেবলীনা সেনগুপ্ত তার এই ‘প্রেম তুমি’
কাব্যগ্রন্থে চল্লিশটি কবিতায় সজিয়েছেন এক নারী মনের ভালোবাসা, ভালোলাগা এবং
অবশ্যই ভালো না লাগা অনভূতিগুলো। শব্দের মায়াবী আলোয় কবি পাঠকদের নিয়ে যায় এক
স্বপ্ন ভূবনে। যে ভূবন এক হয়ে যায় আমাদের সকল সুখ ও দুঃখ। আসলে, আমাদের জীবনের সকল
গল্পই তো প্রেম ও অপ্রেমের মেশানো ককটেল। এই ককটেলকেই সুচারু গ্লাসে বরফকুচি
সহযোগে পরম মমতায় পাঠককে সার্ভ করেছেন কবি। হাতে তুলে নিবে পাঠক ও হারিয়ে যাবে এক
মোহময় স্বর্ণালি সন্ধ্যায় ।
‘ভালোবাসা শুধু এক উজ্জ্বল নির্মাণ
চরৈবেটি জীবনে।’
‘ঘরকুনো শীতলপাটি
উঠোনে বিছিয়ে দিতেই
পেঁজা তুলো মেঘ
টুপটাপ ঝরে পড়ে শরৎ হয়ে...’
বই : প্রেম
তুমি
লেখিকা : দেবলীনা
সেনগুপ্তের
প্রকাশকাল : ২২ শে শ্রাবণ,
১৪২৮
প্রকাশক : নীহারিকা পাবলিশার্স,
আগরতলা
প্রচ্ছদ : অনিমেষ মাহাতো