‘সন্ধ্যে ফুরোলে ...
বেয়ে নামা রাত টুপটাপ ...
শিয়রে জেগে থাকা নির্ঘুম
কিছু সোহাগী আলাপ।’
মনের মধ্যে থাকে
এক স্বপ্নপুরুষ বা স্বপ্ননারী, যার সাথে আমাদের প্রতিদিন চলে নানা গোপন আলাপ-
প্রেম, খুনসুটি, অভিমান। কবি পারমিতার প্রথম কাব্যগ্রন্থ ‘শেষের রূপকথা...’ সেই
অন্তরঙ্গ আলাপনকে সজিয়েছে বইয়ের দু’মলাটের ভেতর। তাঁর মনের মানুষ ‘অনি’-র জন্যে
লুকিয়ে রাখা সব হাসি, কান্না ,অভিমান ও অবশ্যই ভালোবাসা।
‘আকাশের মত শূন্যতায় ভর করে
তোকে ভালোবাসতে বাসতে
বুঝে গেছি অনি...
আমি সম্পূর্ণ ঈশ্বরময়।’
‘সেদিনও ডেকেছিল...
খামবন্দী এক বাসন্তী চিঠি আবেলায়
সবার আড়ালে...’
৭৫-টি কবিতায়
পারমিতা সজিয়েছেন এই বই এবং প্রতিটি নামহীন। আসলে, আমাদের ভাবনাগুলো, আমাদের
একান্ত আলাপচারিতার তো সত্যি কোনো নাম হয় না। শুধু তৈরি হয় কিছু মুহূর্ত। সে
মুহূর্ত ভালোবাসার -
‘আমার একটা অগোছালো পড়ন্ত
বিকেল চাই।
যে আলুথালু শাড়ির মতো
আমার গায়ে জড়িয়ে ধরে বলবে...
তোকে ভালবসি খুব।’
আবার, কোথাও তা
বিরহকাতর –
‘যতবার বুক চিঁড়বে...
যেন যতবার ঝরবে সহস্র লাল গোলাপ।
তুমি ডাকবে না জেনেও
আমি আছি...’
পারমিতার কাব্যগ্রন্থে
এই বেনামি চিরকুটগুলো সাজানোয় প্রাধান্য পেয়েছে অনুভূতি ও আবেগ। এটাই এই বইয়ের
সবচাইতে ভালোলাগার দিক। অথচ, আরেক দিক দিয়ে দেখলে, এটাই বইয়ের দুর্বল জায়গা। আবেগ
তাড়িত হওয়ায় কিছু কিছু অংশ বেশ অগোছালো মনে হয়। আশা করি কবি তার পরবর্তী কাব্যগ্রন্থে আরও যত্নবান
হবেন। আমরা অপেক্ষায় থাকবো পারমিতার আরও নতুন সৃষ্টির দিকে তাকিয়ে।
এখানে একটা কথা
না বললে অসম্পূর্ণ থেকে যায় যে কবি পারমিতা একজন সুদক্ষ সঙ্গীত শিল্পী, বাচিক
শিল্পী ও সঞ্চালিকা। তাঁর এই শিল্পী সত্তাটি প্রখর ভাবে ফুটে ওঠে তাঁর এই
কাব্যগ্রন্থে।
‘শুনতে পাচ্ছো তুমি?
কেমন ঝমঝমিয়ে বৃষ্টি... সবুজ চিরে
দিঘীর গায়ে, পেয়ারা বনে...
আনমনে কাঁপা কন্ঠে আমার
ভানুসিংহের পদাবলী।’
‘শেষের রূপকথা...’
আসলে সত্যি এক রূপকথা, মনের সাজানো স্বপ্নপুরীতে।
সেখানে রয়েছে এক রাজকুমার ও তার জন্য এক নারীর নিবিড় আলাপন। পাঠকের হাতে তুলে নিন
ও হারিয়ে যান, হয়তো কোনো গোলিপথে খুঁজে পেয়ে যাবেন নিজের মনের মানুষটিকে।
‘দেখা হক সব কথা আবার
মহাকাশে গান হয়ে ফিরে এলে
দেখা হোক এই নীল নীল গ্রহটি
আবার সবুজে চেয়ে গেলে।’
বই : শেষের রূপকথা...
লেখিকা : পারমিতা
প্রকাশকাল : ২০২১
প্রকাশক : ভিকি পাবলিশার্স, গুয়াহাটি
প্রচ্ছদ : নয়নজ্যোতি শর্মা
No comments:
Post a Comment