যে কবিতা লিখবো বলে কলম ধরেছি
@কমলিকা |
জানি লেখা হয়ে
গেছে বহুবছর আগে।
সেখানে দাঁড়িয়ে
এক মধ্যবয়সী যুবক,
হাতে তাঁর
রক্তস্নাত কাঁটাতার গুচ্ছ
(এই অব্দি পড়েই
যাঁরা ভাবছেন যীশু
ও সেই বহুল
পরিচিত ক্রুসিফিকশন;
জনান্তিকে
জানাই,ভুল ভেবেছেন)
যুবকের দিকে
আলো ফেলা হোক
ডি এন এ টেস্ট
ছাড়াই বলা যায়,
চেনা যায় নিজের
পূর্ব জন্মের মুখ।
কাঁটাতার ধরা
শান্ত হাত এগিয়ে আসে
সফেদ কাগজে
ছোঁয়ায় লাল আঙ্গুল,
আরো অনেক অনেক
টিপ ছাপ আঁকা
সেই লাল কাগজই
আসলে কবিতা।
প্রথমে অবশ্য
সঠিক বোঝা যায় না
সাধারণ ভোটের
স্লিপ ভেবে হয় ভুল
নেহরুর পক্ষে
বা বিপক্ষে কত ভোট
এই নিয়ে টেবিল
সরগরম করা যায়,
ক্ষত চিহ্ন তখন
ধীরে ধীরে মেলে চোখ
হয়ে ওঠে একেকটা
রাগী বর্ণমালা
ঠিক তখনই এ
কবিতা লেখা হয়,
বলে যায়,মাতৃসুধা ঘুরে শরীর শিরায়
নিয়ে এসো কাগজ,নিয়ে এসো কাঁটাতার
নতুন আঙ্গুল চিহ্ন সাজাবো এবার ।
১৪.১০.২০১৮ এ দৈনিক যুগশঙ্খ পত্রিকার রবিবাসরীয় বিভাগে প্রকাশিত। (গুয়াহাটি,অসম)
No comments:
Post a Comment