May 23, 2020

বর্ষাবিরহ


@কমলিকা 
বরষায় আর লিখবো না
অক্ষরজাল ভিজে একশা
বদ্যি, পথ্য, রাতজাগা
মেঘ কাটবে, সুয্যি উঠবে
সব রাস্তাঘাট হতে উধাও
সে রাতে বৃষ্টিভেজা
রূপকথার জিয়নকাঠি
তোমার কি আর পড়বে মনে
সেই বৃষ্টি ভেজা শহর
বাড়ি ফেরার তাড়া
একটা লাল ছাতা, দুটো মন।


০৯.০৮.২০১৫ ‘দৈনিক যুগশঙ্খ’ সংবাদপত্রের রবিবাবরের বৈঠকে প্রকাশিত

1 comment:

  1. কবিতাটা তো দারুণ, কিন্তু ছবিটা অসাধারণ!! Superb imagination 👌 !!

    ReplyDelete

More to see...