কলেজ ক্যানটিন, আড্ডা
হুল্লোড়,
উইকেন্ডে পার্টি করি;
মোবাইল ভরা ফেসবুক
ওয়াট্সআ্যপ
বন্ধুর ছড়াছড়ি ।
ছেলেটির স্ট্যাটাস সিঙ্গল,
@ কমলিকা |
মেয়েটির ঠিক তাই…
রেইন পার্টি, কালার
পার্টি
পার্টির অনেক নাম;
সঙ্গে লুকিয়ে এক
আধ পেগ্
চলুক ভদকা রাম ।
ছেলেটির স্ট্যাটাস নট্
সিওর,
মেয়েটির ঠিক
তাই…
তারপর যা নিয়ম মেনে
ফোন নম্বর চালাচালি;
সবুজ আলো, রাত
দু’টো,
এবার গুডনাইট বলি
?
ছেলেটির স্ট্যাটাস কমপ্লিকেটেড,
মেয়েটির ঠিক তাই…
কর্ণার সীট, পার্কের
কোণ
ছড়ানো উষ্ণতার স্বাদ,
কাপল ফটোতে
বেবী – সুইটহার্ট
কিছুই পরেনি বাদ
।
ছেলেটির স্ট্যাটাস কমিটেড্,
মেয়েটির ঠিক তাই…
হঠাৎ দেখলাম ঊষষীর
পিক্সগুলো যা হট্,
অরুণের বাইকটা রয়েল
এনফিল্ড
আর কি সুইট ওর
সব থট।
ছেলেটির স্ট্যাটাস ইনভিসিবল্,
মেয়েটির ঠিক তাই…
আর তারপর ?
তারপর মুড়লো নটে
গাছ,
চ্যাটিং তুমি বেঁচে থাকো
আর সব ধুলোয় যাক
।
ছেলেটির স্ট্যাটাস
সিঙ্গল, মেয়েটির ঠিক
তাই…
২৩.১০.২০১৪ ‘দৈনিক যুগশঙ্খ’ সংবাদপত্রের রবিবাবরের বৈঠকে প্রকাশিত
No comments:
Post a Comment