ইজিপ্টের মরুশহরের
রূপকথার বালু পাখা লাগিয়ে
উড়ে এসে জুড়ে বসলো
আমার মন বারান্দার
কার্নিশে।
জানো,তার দেখা না পেলে
তাকে সত্যি এতদিন ভাবতাম
ছেলে ভোলা ঘুম পাড়ানো গান।
তুমি যখন যাও চলে
চোখের সায়াহ্নে দিয়ে ডুব
মন তো সত্যি জ্বলে উঠে
পুড়ে ছাই তার সব পালক
বাহার
ভাবি এই সব শেষ... আর কিছু
রইলো না।
সেই নেই ভরা দুঃখী
বাতাসটায়
তোমার গন্ধ ভেসে আসে
আবার যেন নতুন আমি জন্মাই,
এই তো তুমি আসছো
আমার
মনের স্ফিনিক্স পাখির খোঁজে।
এপ্রিল, ২০১৫, সহযাত্রী পত্রিকায় প্রকাশিত (লামডিং, অসম)
No comments:
Post a Comment