@কমলিকা |
লাল নীল নিয়ন অন্ধকার
সারায়োস্কি গেলাসের খাঁজে
দিচ্ছে উঁকি, এলিয়ে পড়ল
তুলতুলে চেয়ারে পিঠ ঠেকানো
অনিমেষ।
সবটা আগুন বরফে মিশে
পড়ছে চুঁইয়ে গ্লাস থেকে
ঠোঁটে, দুলছে (মা)তাল
মেলানো
দু’টো পা, বব ডিলানের
ছন্দে।
লাল নীল নিয়ন আলো
নিচ্ছে শুষে তার মানুষ
হয়ে ওঠা দিনের যুদ্ধ;
পাশের চেয়ার ছেড়ে
মুচ্কি হেসে বেড়িয়ে গেল
এক ঝাঁকড়া এলোমেলো চুল
স্বপ্ন গাঁথা নীল চোখ
কৈশোর,
বব ডিলানের ছন্দে।
শিলচর, অসম থেকে প্রকাশিত
উত্তীয় সাহিত্য পত্রিকার দ্বিতীয় পর্যায়,তৃতীয় সংখ্যা,২০১৪ সালে প্রকাশিত
No comments:
Post a Comment