June 06, 2020

ত্রিনয়নী

১) কোল ছাড়ানো

@কমলিকা 
উল্লাস ও উলুধ্বনির সুর


যেখানে মনে হয়

চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ড স্কোর

ঠিক সেই জায়গায়

নতুন শাড়ি আঁকড়ে

বসে থাকে যাপনরণে

সান্ত্বনা পুরস্কার পাওয়া মা।

 

শাড়িতে ওড়ে কড়া মাড় ঘ্রান

চাপা পড়ে পুঁজ, ঘাম ও স্বেদের কলতান

 

২) যুগোপোযগী

 

এ যুগের মানুষের পায়ে পা মিলিয়ে

হাঁটতে হাঁটতে

হাঁটতে হাঁটতে

হাঁটতে হাঁটতে

কবিতাও হিল জুতোর ব্যথা

লুকোতে ঠিক শিখে গেছে

 

৩) মাতৃরূপেন

 

মেয়েমানুষ আর দেবীর মধ্যে

শুধু তফাত তৃতীয় নয়ন

যেদিন সমাজের ৩ নম্বর চোখ

ভাঙ্গবে ঘুম, সেদিন হয়তো

বিণি সুতোর শরীর খেলবে না

আমাবস্যার পুষ্পাঞ্জলী ছেড়ে

ল্যাপটপে কানামাছি খামে।


প্রকাশিত হয় অন্তঃকরণ পত্রিকায়, ৫ম সংখ্যা, ফেব্রুয়ারি ২০১৭ (আগরতলা, ত্রিপুরা)  


No comments:

Post a Comment

More to see...