বর্ষার মাঝে দাঁড়ানো
@কমলিকা |
এক বেলজিয়ান গ্লাস
কোনায় সাজা ফুলকারি
হারিয়ে ফেলেছি নিজেকে
জলবিন্দুর ইঁদুর বেড়াল খেলায়
জমে থাকা উষ্ণ পরতে
মুহুর্তে ধরা দেয় নাম
ম্যনিকিওর্ড হস্ত চালনে।
বর্ষা মিশেলে একাকার
হারিয়ে গেলে তুমি আরেকটিবার।
প্রকাশিত হয় অন্তঃকরণ পত্রিকায়, ৫ম সংখ্যা, ফেব্রুয়ারি ২০১৭ (আগরতলা, ত্রিপুরা)
Art khub valo..ki daarun..
ReplyDeleteThnx for the inspiration
Delete