@কমলিকা |
১)
রাগাশ্রিত
আকাশী মরু শহরে
মেঘ বালুরাশি ঠেলে
নায়াগ্রা হয়ে দাঁড়ায়
সদ্য যৌবনা পূর্ণ চাঁদ
আশাবরী রাগে গাওয়া
এর থেকে সুন্দর স্থায়ী
আমার জানা নেই।
মেঘ বালুরাশি ঠেলে
নায়াগ্রা হয়ে দাঁড়ায়
সদ্য যৌবনা পূর্ণ চাঁদ
আশাবরী রাগে গাওয়া
এর থেকে সুন্দর স্থায়ী
আমার জানা নেই।
২)
এরাবীয়ান নাইটস
যে জোনাকি মাখা রাত
ক্লান্তির কাজল চোখ উপেক্ষায়
ঘুম , শুয়ে
থাকতে জানে
বিছানার ব্যবহার না হওয়া অংশে
জানবে ঠিক সেইরাত
আমার স্বপ্নের আরব্য রজনী।
শুধু শব্দজালের মোহে যেখানে
মরণ অব্দি প্রেমিক হয়ে যায়।
ছুটি
এখন তোমার ফোন আসবে
অন্য মোবাইলে,অন্য রিংটোনে
অন্য নম্বর হলেও আশ্চর্য ভাবে
এক থেকে যায় মন ও মানুষ
এখনই তোমার ফোন আসবে।
'দৈনিক বজ্রকন্ঠ' ওয়েবজিনে প্রকাশিত (আগরতলা, ত্রিপুরা)
১)২৮.০৬.২০১৮, ২)১৫.০৮.২০১৮, ৩)২১.১০.২০১৯
'রাগাশ্রিত' কবিতাটি শিলচরের
‘শব্দপাতার নৌকো’ নভেম্বর ২০১৮ -এ প্রকাশিত হয়।
No comments:
Post a Comment