April 07, 2021

গল্পগাছা

@কমলিকা 

লামডিং নিয়ে কখনো আমি লেখিনি

লেখা হয়নি কলোনির রেল কোয়ার্টার

ও সেই ছোট্ট মেয়ের কথা

শহর ছেড়ে আসার সময়

মেয়েটিকে পুতুলের লোভে ডেকেছি

মরচে ধরা ট্রাঙ্কের ভেতর

কয়েদ করার ঠিক আগে

যত্নে হাত বুলিয়ে বলেছি

এখানে নিশ্চিন্তে ঘুমো,

মাঝে মাঝে খেলিস কিন্তু!

কোনোদিন সে জানতেই পারলো না

কানামাছি খেলার ফাঁকে

চারপাশটা অদ্ভুতভাবে গেছে বদলে

মেয়েটি আজ-ও  প্লাস্টিকের খেলো পেয়ালায়

ঘোলা জল ঢেলে চায়ের আসর সাজায়।


আগরতলা, ত্রিপুরা থেকে প্রকাশিত ওয়েবজিন 'দৈনিক বজ্রকন্ঠে' ১৯.০৭.২০১৮ রয়েছে এই কবিতাটি 

No comments:

Post a Comment

More to see...