April 07, 2021

শ্রাবণসন্ধ্যা


 ১)

শ্রাবণের বিকেলগুলোয়

সুফি রঙের প্রেম

ছড়িয়ে পড়েছে শহরে

যদি সে চিনে তোমায়

ছোঁয়ার দরজায় কয়দিন

তুলে দাও মন-শেকল

ঘুমের বড়ি রেখো সঙ্গে

সারারাত দরবারী কানাড়া

তোমায় ঘুমোতে দেবে না।



২)

তোমার ধুলোমাখা যাপনরণে

যে নদী তেষ্টা মিটিয়েছে

তার জল ছুঁয়ে দেখোনি পথিক,

মুঠোয় ধরে পান করেছো আকণ্ঠ

 ভেবেছো আর্সেনিক পরিসংখ্যান।

ছুঁয়ে না দেখা জলের বিন্দুরা

অভিমানিনি হয়ে ঘুড়ে তোমার শহরে

আকাশে এঁকে যায় কিছু রাগি মেঘ।

 

আজ বৃষ্টি এলে একবার বাইরে এসো

দু'হাতে জল মাখো শরীরে

বলতে ভুলোনা –

আমি চিনেছি,আমি চিনেছি, আমি চিনেছি।


প্রকাশিত ত্রিপুরা, আগরতলার ওয়েবজিন 'দৈনিক বজ্রকন্ঠে' 
১) ১৭.০৯.২০১৮     ২)৩১.০১.২০১৯  

No comments:

Post a Comment

More to see...