April 12, 2021

প্রেমিকের বারোমাস্যা

 ‘তোমার শরীর জুড়ে ঘুরছে যে-হাত,

কখনো উত্তুঙ্গে আর অতলে চঞ্চল

হতে পারে সে এক মুগ্ধ পর্যটক

বেড়াতে এসেছে শুধু,থাকতে আসেনি।’

 

সত্যি প্রেম এক মুগ্ধ পর্যটক,নতুন আবিষ্কারে সে মোহিত হয়ে দু’চোখে চায়, বুক ভরে নিয়ে ফেরে এক অজানা পথকে নিজের চেনা ঠিকানা বানিয়ে। সেই পাওয়া না-পাওয়া প্রেম ও তার নানা রূপ নিয়ে হাজির কবি অভিজিৎ চক্রবর্তী তার এক ফর্মার বই ‘প্রেমিকের বারোমাস্যা’।


 

     আসলে কবিতা মানেই তীব্র প্রেম ও প্রতিটি কবি তার অবিচল প্রেমিক। সেই প্রেমিকের ভালোবাসার আর্তি ফুটে উঠেছে এই বইয়ের পাতা জুড়ে,বইয়ের মলাট হয়ে উঠেছে নরম লাল।

 

একটি সূত্রধর ও বাকি বারোটি কবিতা রয়েছে বারো মাসের প্রতিনিধি হয়ে এই প্রেমের রাউন্ড টেবিল কনফারেন্সে। বৈশাখের রবিঠাকুর, জৈষ্ঠের জামাই ষষ্ঠী থেকে চৈত্রের গাজন- কি নেই এই সন্মেলনে।

    

‘তারপর?-তারপর সেই অসমাপ্ত নিবেদন

খড় দহনে অঙ্কুরেই শুকিয়ে গেল।

আর ছেলেটা?- এখন সে গান শেখায়,

মূলত রবীন্দ্রসংগীত ।’

 

প্রেম মানে কিছুটা পাওয়া ও অনেকটা না পাওয়া। তাই কবি লিখছেন

 

‘... আপনি মহিলা কবি, যদি কোনোদিন

প্রেমিকের বারোমাস্যা লেখেন, জৈষ্ঠের এই জলকষ্ট

সবিস্তারে লিখবেন প্লিজ।’

 

      প্রেম আসবে আর বৃষ্টি আসবে না, তা কি সম্ভব? তাই আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র নিয়ে আসে ব্যর্থ প্রেমের কাদামাখা চপ্পল, পদ্মপুরাণ ও একটি গোলাপী ছাতা।  

 

‘তারপর হাঁটতে হাঁটতে হাঁটতে

সেই তীব্র গোলাপী ছাতাটা

ছেলেটার দিকে হেলতে থাকল

হেলতে হেলতে হেলতে

ওই  ওরা  শ্রাবণ পার হয়ে যাচ্ছে।’


প্রেম মানে আবেগ, প্রেম মানে প্রতীক্ষা, প্রেম মানে রোজকার জীবনের মাঝে একটু মন ছুঁয়ে থাকা।


 ‘নিয়ম করে চিঠি লিখত যারা

তারা জেনে গেছে, খাকি পোষ্টম্যান

পুরোনো ঠিকানায় আর তাহাকে পাবে না’

 

প্রেম আছে বলেই কার্ত্তিক এলে ঊল বোনার আবদার আছে, আছে পৌষের বনভোজনে মাফলার না পরার জন্যে বকুনি, আছে মাঘের মায়াবী রাতে আগুন আদর।

 

‘বিপুল কুয়াশায় ঢাকা

মাঘের মায়াবী রাত

পার হয়ে বসন্তের দিকে

যেতে যারা সংকল্প নিয়েছে,

তার জানে অন্তরে উষ্ণ না হলে

শীত সব গিলে খেয়ে ফেলে।’

 

     ‘প্রেমিকের বারোমাস্যা’ এক ভালোবাসার কাব্যকথা। তবু এখানে না পাওয়ার আর্তিকে কবি যেন বারবার ধরতে চেয়েছেন নানা আঙ্গিকে। এ যেন সেই মন খারাপের উদযাপন। প্রেমের উচ্ছল রূপটি এখানে খুব হালকা চলে ধরা পড়ে। বইটি হাতে ধরে পাঠকের অবশ্যই মনে পড়ে যাবে জীবনের হারানো পাতার মাঝে লুকিয়ে রাখা শুকনো গোলাপ প্রেম, খুঁজে পাবেন সেই প্রেম যে বেড়াতে এসেছে শুধু,থাকতে আসেনি।

 

 

 

বই        : প্রেমিকের বারোমাস্যা

কবি       : অভিজিৎ চক্রবর্তী

প্রকাশকাল    : ২০২০   

প্রকাশক     : যাপনকথা প্রকাশনী 

প্রচ্ছদ       : রাজদীপ পুরী

 

No comments:

Post a Comment

More to see...