July 24, 2021

গল্পবিজ্ঞান

@ কমলিকা 

 

পৃথিবী তোমাকে নিজের দিকে টানছে,

সূর্যর অমোঘ চুম্বক টানে পৃথিবীকে।

এই আকর্ষণ ভুলে তুমি ভাবছো

বাসস্টপে দেখা মেয়েটির কালো চোখ।

 

তোমার হারিয়ে যাওয়া কক্ষপথে

এখন লাল চাদর রয়েছে বিছানো,

শুধু সময়ের হাত ধরো একবার

হারিয়ে যাও নিজের গতিমতো।

 

জানবে,সূত্রেরা গন্তব্যে না পৌঁছলে

বিজ্ঞানের খাতা কখনো শেষ হয় না।

 


কবিতাটি প্রকাশিত হয় প:বঙ্গ জলপাইগুড়ির ‘দুন্দুভি’ সাহিত্য পত্রিকায় (নভেম্বর, ২০২০)


No comments:

Post a Comment

More to see...