@কমলিকা |
মাঝে মাঝেই আমি গাছ হয়ে
যাই
শেকড় গেঁথে যায় নরম
ম্যাট্রেসে,
বেডরুমের হালকা নীল আলোয়
স্পষ্ট দেখি ঝরে পড়া বুনো
ফুল;
তুমি সে নামবিহীন ফুল
তোলো-
যত্নে সাজাও সজল কাঁচের
পাত্র,
ঘর ভরে যায় অচেনা মিষ্টি
সুবাসে
আমাদের বাসর সাজে
প্রতিরাতে।
ফুলের গন্ধে আমার মনখারাপ
হয়,
তুমি তো তা জানতে,জানতে না?
কবিতাটি
প্রকাশিত হয় আগরতলা, ত্রিপুরার ‘কীর্ণকাল’ পত্রিকায় ৪র্থ বর্ষ, ২০২০
No comments:
Post a Comment