@কমলিকা |
দশমীর ডুবো রোদ গায়ে মেখে
নামহীন এক পুকুরপাড়ে আমি,
জানি একটু পরেই তুমি আসবে
আওয়াজ ও আলো-লাল নীল।
হাত ধরে নেমে আসবে দেবী-
এক,
দুই, তিন সিঁড়ি গুনে
তোমার ইশারায় নামতে নামতে
গায়ে মাখা সব আগুনপালক
মিশে যাবে জল বিন্দু হয়ে,
তোমার বিশ্বাস মাখা স্পর্শ
ছাড়া
কাঠামোর আর কিছুই জানা হবে
না।
ঠিক তখনই জল ওঠে নড়ে,
নড়ে ওঠে আমার গচ্ছিত
দেবীভাব।
আগরতলা,
ত্রিপুরা থেকে প্রকাশিত ‘কীর্ণকাল’ পত্রিকায় রয়েছে এই কবিতাটি (৪র্থ বর্ষ, ২০২০)
No comments:
Post a Comment