July 01, 2020

তোমাকে...

‘তোমাকে দেখেছি স্বপ্নের মুহূর্তে
তোমাকে দেখেছি প্রেমে-ভালোবাসায়
 
তোমাকে কখনো দেখেছি কি...’
 
     এক বিশাল ক্যানভাস জুড়ে কিছু কাগজ, রঙ, চুমকি, সুতো, পাথরকুচি, যা মনে আসে সব- ও একটু মন ও মেধা মেলালেই তৈরি হয় কোলাজ । নবীন কবি কোলাজ রায় তার সেই নামকেই মিশিয়ে তৈরি করেছেন এই কবিতা কোলাজ ‘তোমাকে...’
 
     কবির প্রথম বই, এক ফর্মার। মোট চোদ্দটি কবিতায় কবি সজিয়েছেন এক মায়াময় জগৎ। নবীন মনে অকাঙ্খিত প্রিয়জনের ছবি আঁকে শব্দ রঙের ছোঁয়ায়।
 
‘অকারণে শুধু হেঁটে যাই
মুখোমুখি পাই যদি পথে’
 
‘ধন্যবাদটুকুও দেওয়া হয়নি
কত কথার পরও দিইনি
শুধু কবিতায় লিখেছি। ’
 
     তবে প্রেম এমনই এক অনুভূতি যে সাথে ছায়ার মতো নিয়ে আসে বিরহকে। তাই কবি লিখছেন-
 
‘মিলনের শেষদিনে
পথ চলে যায় পথের উদ্দেশে
আমি শুধু হেঁটে যাই
বহু দূর চলে যাই...’
 
‘তুমি স্বপ্ন, আবার শব্দ হয়ে স্বপ্ন ভাঙো
স্বপ্নে আসো , তবু  থাকো মুখ লুকিয়ে।’
 
     কবি শুধু প্রেমকেই মেলে ধরেনি এই কাব্যভুবনে। এসেছে কিছু চাওয়া-পাওয়া, কিছু সংসারের সুখ ও অসুখ।
 
‘এখন পর্যন্ত ব্যর্থ আমি
তারপরও
সমর্পণ করিনি মৃত্যুর কাছে’
 
‘চিতাভস্মে পড়ে আছে পোড়া অলংকার
অন্তিম গন্তব্য শুধু
অলংকারের শেষ ঝঙ্কার’
 
     এই আমাদের ক্ষুদ্র জগৎ ও তার পাওয়া-না পাওয়ার হিসেবের মাঝেও কবি কিন্তু খুঁজে চলেছে প্রেম। যে প্রেমের কাছে সকল হতাশা, ইগো , দুঃখ সব দূর করে নিজেকে মেলে ধরা যায়।
 
‘বোবা হয়ে দাঁড়িয়ে থাকি
স্তব্ধ শব্দ, স্তব্ধ কথা, স্তব্ধ লেখা
তোমার সামনে নতজানু
তোমাকে নিয়ে যত কবিতা।’
 
    

কবি শুনিয়ে গেছেন সমস্ত বিপদসংকুল রাস্তা পার করে অতিক্রম করা ভালোবাসার গন্তব্য- জীবনের এভারেস্ট পর্বতমালা, যেখানে দাঁড়িয়ে আছে তার ভালোবাসার ঈপ্সিত মানুষ।
 
‘মুষল ধারায় বৃষ্টি আসুক
ঝড় হোক
ফিরবো না...’
 
‘রং চলে যায় আলোর সাথে
মনের রং জাগে সন্ধ্যার গায়ে
যেখানে কেবল আলো হয়ে
প্রতীয়মান শুধু তুমি। ’
 
     ‘তোমাকে...’ কাব্যগ্রন্থ মুলত ভালোবাসার কথা বলে, তার ধরা পড়া ও হারিয়ে যাওয়া তার রূপ-রং-বর্ণ, তার জীবন যাপন। বইটির কবিতা গোছানোয় একটু অগোছালো ভাব রয়েছে, তবে প্রথম প্রেম ও প্রথম বই – দুটোই মনের কাছের,ও মন চিরটাকাল এলোমেলো থাকতেই ভালোবাসে। কোলাজ রায়ের কলম থেকে আগামী দিনে আরো অনেক কবিতা পড়ার অপেক্ষায়। এখন সময় বইয়ের পাতা মেলার, আর মনে করার সেই মানুষটিকে, যাকে বলতে চেয়েছি কোনো এক বসন্তে- ভালবাসি ‘তোমাকে...’


 
বই                   : তোমাকে...
লেখক             : কোলাজ রায়
প্রকাশকাল      : ২০১৮   
প্রকাশক          : বাংলা সাহিত্য সমাজ, গুয়াহাটি   
প্রচ্ছদ              : নয়নজ্যোতি শর্মা


4 comments:

  1. খুব ভালো আলোচনা, কোলাজের লেখা বহুদিন পাচ্ছি না

    ReplyDelete
    Replies
    1. সত্যি তাই, অনেক দিন কোলাজের লেখা পড়িনি।

      Delete
  2. খুব ভালো লেগেছে তোমার এই লেখাটা পড়ে

    ReplyDelete

More to see...