July 12, 2020

মেঘদূত

@কমলিকা 

মোড়ের সেই হলুদ বাড়িকে,

বলে এসো শ্রাবণী মেঘ,

মেয়েটি এখনো বৃষ্টি ভিজেনি।


           ***


এক চুপকথার রাতে চন্দ্রাবলী 

রাহুকে দিয়েছিল জোছনা মন,

মেঘ কথা লুকানোর ছুতোয়

এখনও দুহাতে রাখে আগলে

ঠিক সেই অবুঝ আগের মতো।


           ***


প্রেমিককে শক্ত মাটি ভেবে আঁকড়ে

দেখি আমার গায়ে ফুটে সফেদ শেকড়

প্রেমিক রাস্তা পেরিয়ে গন্তব্যে যায় চলে

আমার আর যাওয়া হয়ে ওঠে না।


           ***


শিকড়ের শৈশবকে আদর করছে মায়ের হাত

দুই চোখে জল নিয়ে সে তাকায় 

ছোট্ট বনসাই।



গুয়াহাটি, অসমের ‘কবিতা এখন’ পত্রিকায় , প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, ডিসেম্বর ২০১৮ প্রকাশিত।


No comments:

Post a Comment

More to see...