@কমলিকা |
রক্ত
গোলাপ, চকলেট, কার্ড
এরা
কেউ প্রকৃত প্রেমিক না
জানে
শুধু সুচারু অভিনয়।
***
জারজ
শিশুর মাতৃভূমি
এবার
নতুন গল্প লেখো,
বীজের
উল্লাসগীত গাও
নাড়ী
ছিঁড়ে স্বাধীন হয়ো না।
***
এখন
আর লিখবো না,
জানলা
ছুঁয়েছে বৃষ্টির আঙ্গুল;
নখে
এঁকে দেবো চাঁদের প্রতিবিম্ব
এখন
আমি আর লিখবো না।
গুয়াহাটি,
অসমের ‘কবিতা এখন’
পত্রিকায় , প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, ডিসেম্বর ২০১৮ প্রকাশিত।
No comments:
Post a Comment