July 24, 2021

বিসর্জন

@কমলিকা 

 দশমীর ডুবো রোদ গায়ে মেখে

নামহীন এক পুকুরপাড়ে আমি,

জানি একটু পরেই তুমি আসবে

আওয়াজ ও আলো-লাল নীল।

হাত ধরে নেমে আসবে দেবী-

এক, দুই, তিন সিঁড়ি গুনে

তোমার ইশারায় নামতে নামতে

গায়ে মাখা সব আগুনপালক

মিশে যাবে জল বিন্দু হয়ে,

তোমার বিশ্বাস মাখা স্পর্শ ছাড়া

কাঠামোর আর কিছুই জানা হবে না।

 

ঠিক তখনই জল ওঠে নড়ে,

নড়ে ওঠে আমার গচ্ছিত দেবীভাব।

 

আগরতলা, ত্রিপুরা থেকে প্রকাশিত ‘কীর্ণকাল’ পত্রিকায় রয়েছে এই কবিতাটি (৪র্থ বর্ষ, ২০২০)

স্বপ্নতরু

@কমলিকা 

মাঝে মাঝেই আমি গাছ হয়ে যাই

শেকড় গেঁথে যায় নরম ম্যাট্রেসে,

বেডরুমের হালকা নীল আলোয়

স্পষ্ট দেখি ঝরে পড়া বুনো ফুল;

তুমি সে নামবিহীন ফুল তোলো-

যত্নে সাজাও সজল কাঁচের পাত্র,

ঘর ভরে যায় অচেনা মিষ্টি সুবাসে

আমাদের বাসর সাজে প্রতিরাতে।

 

ফুলের গন্ধে আমার মনখারাপ হয়,

তুমি তো তা জানতে,জানতে না?

 

কবিতাটি প্রকাশিত হয় আগরতলা, ত্রিপুরার ‘কীর্ণকাল’ পত্রিকায় ৪র্থ বর্ষ, ২০২০


গল্পবিজ্ঞান

@ কমলিকা 

 

পৃথিবী তোমাকে নিজের দিকে টানছে,

সূর্যর অমোঘ চুম্বক টানে পৃথিবীকে।

এই আকর্ষণ ভুলে তুমি ভাবছো

বাসস্টপে দেখা মেয়েটির কালো চোখ।

 

তোমার হারিয়ে যাওয়া কক্ষপথে

এখন লাল চাদর রয়েছে বিছানো,

শুধু সময়ের হাত ধরো একবার

হারিয়ে যাও নিজের গতিমতো।

 

জানবে,সূত্রেরা গন্তব্যে না পৌঁছলে

বিজ্ঞানের খাতা কখনো শেষ হয় না।

 


কবিতাটি প্রকাশিত হয় প:বঙ্গ জলপাইগুড়ির ‘দুন্দুভি’ সাহিত্য পত্রিকায় (নভেম্বর, ২০২০)


More to see...